-->
শিরোনাম

বন্যা কবলিতদের সহায়তা ৫০ টন খেজুর দিল সৌদি আরব

কূটনৈতিক প্রতিবেদক
বন্যা কবলিতদের সহায়তা ৫০ টন খেজুর দিল সৌদি আরব

বন্যা কবলিত সিলেট, সুনামগঞ্জসহ অন্যান্য জেলায় বানভাসীদের জন্য সরকারকে ৫০ টন খেজুর ত্রাণ সহায়তা দিয়েছে সৌদি আরব। ২০১৬ থেকে এ পর্যন্ত ৩ হাজার ৯৩ টন খেজুর বাংলাদেশকে সহায়তা হিসেবে দিয়েছে দেশটি।

মঙ্গলবার (২১ জুন) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান।

তিনি বলেন, এ সহায়তা মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সম্মানিত তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উপহার।

বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অভিনন্দন জানিয়ে বলেন, গত ৫ বছরে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। যা আগামীতে আরো সম্পর্ক এগিয়ে যাবে।

এছাড়া বাংলাদেশের খাদ্য ও কৃষি নিরাপত্তা, স্যানিটেশন, স্বাস্থ্য, পানি ও পরিবেশগতসহ ৫০টিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে গত ৫ মাসে ৬ লাখ কর্মী সৌদি আরব গেছেন। দূতাবাস থেকে প্রতিদিন ৬ থেকে ৮ হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। এছাড়াও ধর্মীয় সফর এবং ব্যবসায়ীদের ভিসা আলাদাভাবে দেওয়া হচ্ছে।

মন্তব্য

Beta version