৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন চাকরিপ্রত্যাশীরা । ত্রুটিপূর্ণ আসন বিন্যাসের কারণে যোগ্য প্রার্থী হয়েও তারা ৪৪ তম বিসিএসের প্রিলিতে বাদ পড়েছেন অনেকে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি)র সামনে এমন অভিযোগে মানববন্ধন করেন তারা।
কর্মসূচির অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. শরীফুল বলেন, ৪৪তম বিসিএসে ত্রুটিপূর্ণ আসন বিন্যাসের কারণে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছেন। ভালো মার্কস পেয়েও প্রিলিতে উত্তীর্ণ হতে পারেননি। কিছু শিক্ষার্থী অসাধু উপায় অবলম্বন করে পাশাপাশি সিটে বসেছেন, দেখে দেখে লিখে বেশি নম্বর পেয়েছেন এবং প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন। অনিয়মের মাধ্যমে অনেকেই বেশি নম্বর পেয়েছেন, তাই এবার কাট মার্কস অনেক বেশি পেয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, বিষয়টি পিএসসি চেয়ারম্যানকে অবহিত করব। আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে যেন লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হয়, সেই দাবি জানানো হবে।
এছাড়াও পিএসসি থেকে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চেয়ারম্যানের পক্ষে কয়েকজন এসে আমাদের খোঁজ নিয়ে গেছেন। আমাদের চারজন প্রতিনিধিকে ভেতরে ডেকেছেন। অনুষ্ঠান শেষে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্তব্য