অটোরিকসার চাপায় শিশুর মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
অটোরিকসার চাপায় শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাশনে ব্যাটারী চালিত অটোরিকসার নিচে চাপা পড়ে সুমা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বেড়ী বাঁধের ওপর এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁধের ওপর শিশু সুমা খেলাধুলা করার সময় হঠাৎ একটি দ্রুতগামী ব্যাটারী চালিত অটোরিকসা শিশুটিকে চাপা দেয়। এসময় শিশু সুমা গুরুতর আহত হন। স্বজনরা গুরুতর আহত অবস্থায় শিশুটি উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

 

দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান,  অটোরিকসাটি জব্দ করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য