-->
শিরোনাম

বিজয় দিবসে উর্দুভাষীদের আলোচনা সভা ও পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবসে উর্দুভাষীদের আলোচনা সভা ও পতাকা উত্তোলন

রাজধানীর পল্লবীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে পল্লবীর ১১ নম্বর সেকশনের বেনারশী পল্লবীতে এ সভার আয়োজন করা হয়।

 

সভা শেষে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও আতশবাজি করে বিজয় দিবস উদযাপন করা হয়।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএসপিওয়াইআরএম’র সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু বলেন, আমরা এ দেশে জন্ম নিয়েছি তাই এ দেশের মাটিকে নিজের মা মনে করি। প্রতিবছর ছোট পরিসরে বিজয় দিবস পালন করলেও এ বছর বড় আয়োজনে দেশব্যাপি উর্দুভাষীদের উদ্যোগে বিজয় দিবস পালিত হচ্ছে।

 

সভায় মো. ইমরান খানকে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সৈয়দ হাসান সোহেলকে সদস্য সচিব করে ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

 

সভায় সংগঠনের সভাপতি মো.আসিফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসপিওয়াইআরএম’র সাধারণ সম্পাদক ইউএসপিওয়াইআরএম এর সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, সহ-সভাপতি আব্দুর রশীদ খান বিরেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মোক্তার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ছোটে ও দপ্তর সম্পাদক শেখ নাজের উদ্দীন রাশেদ প্রমুখ।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version