‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক, অক্ষয় উজ্জ্বল সূর্য’-এ স্লোগানে পঞ্চগড়ে কুড়ুম খেলাঘর আসরের প্রথম শাখা সম্মেলন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের নজরুল পাঠাগারে কুড়ুম খেলাঘর আসরের প্রথম শাখা সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের জাতীয় পরিষদ সদস্য এসএম আব্দুল্যাহ নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বলেন, জাতীয় মুক্তি-সংগ্রামের চেতনার আলোকে শিশু-কিশোরদের অসাম্প্রদায়িক, বিজ্ঞান ও মানবিকবোধ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষেই কাজ করছে কুড়ুম খেলাঘর আসর।
এসময় কুড়ুম খেলাঘর আসরের জেলা শাখার সভাপতি তৃষ্ণিকা সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজির হোসেন মিঞা, উদীচীর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, কুড়ুম খেলাঘর আসরের উপদেষ্টা গোলাম কিবরিয়া, শাহনেওয়াজ বেগম রানি, অপনা রায় প্রমুখ। এর আগে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজরুল পাঠাগারে এসে শেষ হয়।
ভোরের আকাশ/আসা
মন্তব্য