-->
শিরোনাম

জমি-সংক্রান্ত বিরোধে খুন হওয়া দুই ভাইয়ের দাফন সম্পন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জমি-সংক্রান্ত বিরোধে খুন হওয়া দুই ভাইয়ের দাফন সম্পন্ন

জমি-সংক্রান্ত বিরোধের জেরে খুন হওয়া আসলাম সানি (৪৮) ও শফিকুল ইসলাম রনি (৩০) নামের দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে।

 

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া রহিম স্টিল মিল সংলগ্ন কবরস্থানে তাদের দাফন করা হয়।

 

এর আগে বিকেলে ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে দুই ভাইয়ের মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকা।

 

বাদ মাগরিব কাঁচপুর মঞ্জিলখোলা ঈদগাহ ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। নিহতের স্বজনসহ হাজারো মানুষ জানাজায় অংশ নেন। এ সময় তারা সবাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

উল্লেখ্য, রোববার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে আসলাম সানি ও শফিকুল ইসলাম রনি খুন হন। এ সময় তাদের আরেক ভাই রফিকুল ইসলাম আহত হন।

 

পাঁচপাড়া এলাকার ওই তিন ভাইয়ের সঙ্গে তাদের চাচা মো. মহিউদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের বাড়ির পাশ দিয়ে সরকারি একটি সড়কের ড্রেন করা হচ্ছিল।

 

ওই ড্রেনের জায়গা নিয়েই তর্কবিতর্কের একপর্যায়ে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫), মারুফসহ (১৮) পরিবারের সবাই পলাতক।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version