-->
শিরোনাম

দেশের প্রথম পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব— তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণপ্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি—নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।

 

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর ১৯ম জন্মদিন আজ। ২০০৫ সালের ১৮ই এপ্রিল এই দিনে কতিপয় শিক্ষার্থীদের হাতধরে পরিবেশবান্ধব, সমতার বাংলাদেশ বিনির্মানের জন্য আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে সংগ্রামী যাত্রা শুরু করেছিল গ্রীন ভয়েস সংগঠনটি।

 

সারা বিশ্বের পরিবেশ রক্ষার জন্য বলিষ্ঠ কণ্ঠে, সোচ্চার আন্দোলনের মাধ্যমে পরিবেশের গুরুত্ব বিশ্ব দরবারে তুলে ধরছেন। তাই গ্রীন ভয়েস আমাজান থেকে সুন্দরবন পরিবেশ রক্ষায় সোচ্চার হোন এই দাবি উথাপন করছে। পরিবেশ বিষয়ে আমাদের চিন্তা এখনো স্বচ্ছ হয়ে উঠেনি। সেজন্য রাস্তায় আবর্জনা ফেলি, নদী দখল করি, দূষণ করি, নদী লিজদেই, নদীতে বালুমহাল গড়েতুলি, খেলার মাঠ দখল করি, খেলার মাঠে অট্রালিকা তৈরী করি, বনাঞ্চল ধ্বংস করি, নির্বিচারে গাছ কাটি, পাহাড় কাটি, খাদ্যে ভেজালদেই, অপরিকল্পিত নগরায়নে কংক্রিটের বস্তি গড়েতুলি, জীব বৈচিত্র-প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করি, পরিবেশ নিয়ে যেসমস্ত আইন আছে তা জানিনা জানলেও মেনেচলি না।

 

আমরা নিত্য এমন অপরাধ করছি প্রকৃতির কাছে, মানুষের কাছে, ভবিষ্যত প্রজন্মের কাছে। কিন্তু এ অপরাদের বিচার হয়না কিন্তু আমাদের সম্পদ বিনষ্ট হয়। তাই পরিবেশকে রক্ষার জন্য গ্রীন ভয়েস সারা দেশের ছাত্র-যুব সংগঠিত করে কাজ করছে। গ্রীন ভয়েস শস্য শ্যামল সুজলা সুফলা নদীমাতৃক বাংলাদেশেকে ফিরে পেতে চায়। তরুণরা যেনো পরিবেশ বিনষ্ট না করে, পরিবেশ রক্ষা করে এই ধারণা সারা বিশ্বের তরুণদের মাঝে ছড়িয়ে দিচ্ছে।

 

সারা দেশে ১৫০ ইউনিট এর বেশি সবুজ যুদ্ধা বন্ধুদের নিয়ে ১৬ টি উপটিমের মাধ্যমে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে গ্রীন ভয়েস। পরিবেশ আন্দোলের পাশাপাশি সাংস্কৃতিক বিষয়ক কার্যক্রম, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা বিষয়ক কার্যক্রম, অধিকার বঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে কার্যক্রম, রক্তদান বিষয়ক কার্যক্রম, দুর্যোগে সহায়তা বিষয়ক কার্যক্রম, আদিবাসী অধিকার রক্ষা বিষয়ক কার্যক্রম, গ্রাম্য পরিবেশ উন্নয়ন মূলক কার্যক্রম, পাঠাগার-পাঠচক্র বিষয়ক কার্যক্রম, ভ্রমণ বিষয়ক কার্যক্রম, গবেষণা বিষয়ক কার্যক্রম, নারী ও শিশু অধিকার বিষয়ক কার্যক্রম, ক্রিড়া বিষয়ক কার্যক্রম, সবুজ পাঠশালা, মা ঘর, ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কিশোর-কিশোরিদের নিয়ে ফুটবল দল তৈরী সহ নানান কর্মকান্ড গ্রীন ভয়েস করে যাচ্ছে।

 

গ্রীন ভয়েস তার কর্মকান্ডের মাধ্যমে দেশে এবং প্রবাসে পরিবেশ দরদী সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। গ্রীন ভয়েস এর এই পথচলায় সবসময় পাশে থেকেছেন গ্রীন ভয়েস এর উপদেষ্টা বৃন্দ, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী বৃন্দ। তাদের সহযোগিতা, মূল্যবান পরামর্শ গ্রীন ভয়েস কে এগিয়ে যাওয়ার পথে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করছে। বহু রক্ত আর সংগ্রামের মধ্যদিয়ে অর্জন করা আমাদের স্বাধীন স্বদেশ ভূমিকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে এবং সকল অপশক্তির হাত থেকে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে গ্রীন ভয়েস কাজ করে যাবে তার আদর্শিক পথ ধরে।

 

লেখক: হুমায়ূন কবির সুমন, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক, গ্রীন ভয়েস।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version