শিরোনাম

শিশুকে ২০ টাকার প্রলোভনে যুবকের ধর্ষণচেষ্টার অ‌ভি‌যোগ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
শিশুকে ২০ টাকার প্রলোভনে যুবকের ধর্ষণচেষ্টার অ‌ভি‌যোগ

২০ টাকার প্রলোভন দেখিয়ে পিরোজপু‌র সদর উপজেলার ১ নং শিকদার ম‌ল্লিক ইউনিয়নের শিকদারম‌ল্লিক গ্রামের চতূর্থ শ্রেনীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মামুন হাওলাদার (২৫) না‌মের এক যুবকের বিরুদ্ধে।

গত ২ ডিসেম্বর উপজেলার শিকদারম‌ল্লিক গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর মামুন হাওলাদার পালিয়েছেন। তিনি পার্শ্ববর্তী গনকপাড়া শিকদারম‌ল্লিক গ্রামের সোবাহান হাওলাদারের পুত্র। এ ঘটনায় ওই শিশুটির মা রিপা আক্তার বাদী হয়ে পি‌রোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মেয়ে সকাল ৭টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দিলে। পথে ওৎ পেতে থাকা মামুন হাওলাদার মেয়েকে দেখে দাড়াতে বলে এবং আমার মেয়ের হাতে ২০ টাকা দি‌য়ে ১টি মোবাইল দেয় এবং বলে তাহার (মামুনের) মায়ের কাছে দিয়ে আসতে । আমার মেয়ে মামুনের কথায় রাজি না হইলে আমার মেয়েকে জঙ্গলের ভিতরে একটি ফাকা বাড়ীতে নিয়ে যায় এবং অপ্রকৃত কামনা/লালসা চরিতার্থ করার জন্য শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং আমার মেয়ে ডাক চিৎকার এবং কান্নাকাটি করিলে আমার মেয়েকে ছেড়ে দেয়। আমার মেয়ে কান্না করতে করতে বাসায় এসে বিষয়টি আমাকে জানায়।

স্থানীয়রা জানান, মামুন হাওলাদার একজন ধর্ষণকরাী, চিহ্নিত মাদককারবী, সন্ত্রাসী প্রকৃতিক লোক। বিগত দিনেও মামুন আরো কয়েক নারীকে ধর্ষণ করেছে। তিনি থানায় চিহ্নিত একজন আসামী। আমরা মামুনের বিচারের দাবি জানাই। মামুন দ্রুত বিচারের আওতায় আনা হোক।

এব্যাপারে অভিযুক্ত মামুন হাওলাদার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার কল করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবহান জানান, মামলা রুজু হ‌য়ে‌ছে,আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য