সিলেটে

সনাতন বিদ্যার্থী সংসদের মানবিক উদ্যোগ

শীতবস্ত্র বিতরণ

ভোরের আকাশ প্রতিবেদক
সনাতন বিদ্যার্থী সংসদের মানবিক উদ্যোগ

সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) বাংলাদেশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সিলেটের দলদলি চা-বাগান শ্রমিক এবং সুনামগঞ্জের শীতার্ত মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল জীবনকৃষ্ণ মোদক, এসভিএস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি শ্রীপরিমল চন্দ্র রায় রাণাসহ এসভিএস শাবিপ্রবি, সুনামগঞ্জ সরকারি কলেজ, মুরারিচাঁদ কলেজ, মদনমোহন কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এগ্রিকালচারাল ইনস্টিটিউট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, লিডিং ইউনিভার্সিটি এবং হবিগঞ্জ এসভিএসের কর্মীবৃন্দ।

উল্লেখ্য, পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী বছরের পর বছর ধরে উন্নয়ন বঞ্চিত, যাদের আর্থ-সামাজিক জীবনমানের উন্নয়ন ও শিক্ষাগত উন্নতির জন্য কখনোই দৃশ্যমান এবং বাস্তবতাভিত্তিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাস্তবায়ন তো বহুদূরের কথা। এই ২০২৫ সালে এসেও মাত্র ১৭৮ টাকা দিনমজুরিতে পরিবার চালানো যে কতটা কষ্টসাধ্য, তা শুধুমাত্র এই চা-শ্রমিকরাই জানেন। অনতিবিলম্বে চায়ের দেশ সিলেটের এই সব চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা নেবেন—এমন দাবিই এলাকার জনগণের।

মন্তব্য