পরমহংস সত্যানন্দ মহারাজ ও ১০৮ স্বামী মঙ্গলদাশ মোহন্ত মহারাজ যোগসিদ্ধাশ্রমের প্রয়াত আশ্রমাধ্যক্ষ মহাত্মা স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের চতুর্থ তিরোধান দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের সাধুর পাহাড়ের আশ্রম প্রাঙ্গনে দিবসটি পালিত হয়।
চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের স্বামী সত্যানন্দ ও মঙ্গলদাস মোহন্ত কালাবাবা যোগসিদ্ধাশ্রমে এ উৎসবের আয়োজন উপলক্ষে ভোরে পবিত্র চণ্ডীপাঠ, সকালে গীতাপাঠ ও পুষ্পযজ্ঞ এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করে উৎসবটি পালন করা হয়।
অনুষ্ঠানে গীতাপাঠ পরিবেশন করেন গীতা পাঠক অলক দেবনাথ। দেশের বিভিন্ন স্থান থেকে সাধু, সন্ন্যাসী ও স্বামীজির ভক্তরা উপস্থিত ছিলেন। তিরোধান দিবসের পৌরহিত্য করেন আশ্রম অধিপতি শ্রী অজিত বিশ্বাস (পুরী) মহারাজ। যোগসিদ্ধাশ্রম প্রাঙ্গণের মাঙ্গলিক কর্মসূচি ও স্মৃতিচারণ সভার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর নিত্যানন্দ পুরী মহারাজকে স্মরণ করা হয়। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রোববার সকালে নিজ আশ্রমে পরলোকগমন করেন নিত্যানন্দ পুরী মহারাজ। যোগসিদ্ধাশ্রমটিতে প্রতিবছর ছয় ধর্মের অংশগ্রহণে আন্তঃধর্ম সম্মেলন ও সম্প্রীতি সভার প্রবর্তন করেন তিনি। যেখানে অংশ নিয়ে তিনি সম্প্রীতি ও মানবতার কথা বলতেন। উপস্থিত থাকেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম, শিখ ও বাহাইয়ের ধর্মগুরু ও প্রজ্ঞাবানরা।
তিরোধান উৎসবে আগত বক্তরা বলেন, নিত্যানন্দ পুরী মহারাজ প্রতিনিয়ত সমন্বয়ের কথা বলে গেছেন। মনুষ্যত্ব ও মানবতার কথা বলে গেছেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। মানুষ এবং জগতের সকল প্রাণীকে তিনি সমান দৃষ্টিতে ভালবাসতেন।
মন্তব্য