সমুদ্রের বুকে দেশের বড় রানওয়ে
সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে বিমান
সাগরের বুক চিরে আকাশ পানে ছুটে চলা। উত্তাল সাগরকে বশে এনে এমন কর্মযজ্ঞ আগে দেখেনি বাংলাদেশ, এমনকি দক্ষিণ এশিয়ার মানুষ। অপেক্ষা আর মাত্র কয়েক মাসের। প্রস্তুত দেশের সবচেয়ে বড় রানওয়ে, এরপরই সমুদ্র ছুঁয়েই ওঠানামা…