‘এডা ঘর হলে মরার আগে শান্তিতে ঘুমাবার পাইতাম’
‘আমারে দেহার (দেখার) কেউ নাই, এডা (একটা) ঘরের জন্য কত্ত কী যে করলাম তাও এডা ঘর পাইলাম না রে বাবা, এডা ঘরের ব্যবস্থা হলে মরার আগে আরামে (শান্তিতে) এল্লা (একটু) ঘুমাবার পাইতাম, না হলে মইরি (মরেও) শান্তি পাবো…