খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ০৬:১৯ পিএম
ছবি-ভোরের আকাশ
খুলনা-৩ আসনে সকলের দায়িত্ব আমার, এখানে কোন ধর্মের ভেদাভেদ থাকবে না। সকলে মিলেমিশে এলাকার উন্নয়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনার ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
মঙ্গলবার বিকেলে খালিশপুরস্থ বাসভবনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বিনিময় কালে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি'র সংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সুজানা জলি, প্রভুদেব জিতু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকার সাধারণ মানুষের জন্য যারা কাজ করেছে, আগামীতেও করবে এমন প্রার্থীদের ভোট দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
ভোরের আকাশ/জাআ