সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ০৯:০৮ পিএম
ছবি: ভোরের আকাশ
সততা নিষ্ঠা ঐক্য ও শক্তি স্লোগানে জমকালো আয়োজনে অরাজনৈতিক সামাজিক সংগঠন সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড় চত্বরে ফেস্টুন, কবুতর উড়িয়ে র্যালি শেষ হয়।
পরে আল বারাকা কনভেনশন সেন্টারে ক্লাবের উপদেষ্টা বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা জামায়াতের সেক্রেটারী আজিজুর রহমান, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এনসিপির যুগ্ম সমন্বয়ক আহসান উল্লাহ্, জুলাই যোদ্ধা ইমরান হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজ, সহসভাপতি আব্দুল মমিন, আকরামুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠণিক সম্পাদক এস.এম তৌহিদুজ্জামান, হোসেন আলী। সমগ্র অনুষ্ঠাণ পরিচালনা করেন মানবজমিনের রিপোর্টার বিপ্লব হোসেন।
তরুণদের সমন্বয়ে গঠিত এ সামাজিক সংগঠণটি সাতক্ষীরার জনমানুষের জন্য কাজ করবে আশা প্রকাশ করেন বক্তারা। পরে মোড়ক উন্মোচন ও দোয়ানুষ্ঠাণের মধ্য দিয়ে শেষ হয় আত্মপ্রকাশের আয়োজন।
ভোরের আকাশ/জাআ