রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:২৬ পিএম
ছবি: ভোরের আকাশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মোত্তালেব শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক জুবায়ের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানা, জামায়াত নেতা আবু জাফর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদল নেতা সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, ছাত্র প্রতিনিধি ইশরাত জাহান এশা, শেখ রিয়াদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দুর্নীতি রাষ্ট্র ও সমাজকে দুর্বল করে দেয়। দুর্নীতি প্রতিরোধে পরিবার, শিক্ষা–প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। তারা আরও বলেন, যুবসমাজকে সচেতন ও সক্রিয় করে সততার মূল্যবোধ ছড়িয়ে দিতে সবার এগিয়ে আসতে হবে।
ভোরের আকাশ/মো.আ.