রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ০২:২৩ পিএম
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে পারিবারিক অভিমানের জেরে আদুরি খাতুন (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝাপড়া কুটিরপাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, অভাব-অনটন ও সংসারের বকাঝকায় ক্ষুব্ধ হয়ে আদুরি নিজের ঘরে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। কিছুক্ষণ পর তার বাবা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে ধানগড়া ক্লিনিকে নেন। সেখানে চিকিৎসক আদুরিকে মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ থানার এসআই নীল কমল জানান, ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা বলেন, পারিবারিক চাপ ও দারিদ্র্যের কারণে মেয়েটি দীর্ঘদিন মানসিকভাবে ভুগছিল।
ভোরের আকাশ/মো.আ.