সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৯ পিএম
ছবি- ভোরের আকাশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ড্রামট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে শাহজাদপুর উপজেলার বকুলতলা আনসার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে অটোভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন সাবিনা খাতুন। পথে বিপরীত দিক থেকে আসা ড্রামট্রাকটি অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সাবিনা খাতুন কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জাআ