রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ০২:০০ পিএম
ছবি: ভোরের আকাশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে অবৈধভাবে টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ডাম্পার ট্রাকসহ চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৭ ডিসেম্বর) গভীর রাতে পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং দুইজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, ইয়াকুব আলী সেখ ও সিহাব আলী সরকারকে ১৫ দিনের কারাদণ্ড এবং সুমন মোল্লা ও ইমরান হোসেনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বলেন, “পরিবেশ ও কৃষিজমি ধ্বংসকারী অবৈধ টপসয়েল উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না।”
সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।
ভোরের আকাশ/এসএইচ