পথশিশুদের আশ্রয়স্থল ‘জ্যোতি’
মুন্নী, সুখী, মিম, রায়হান, আকাশ, লিটন, রাব্বি, শরিফুলদের দুচোখ ভরা স্বপ্ন। ওরা পথশিশু। তাদের কারো মা আছে তো বাবা নেই, কারো মা-বাবা দুজন থেকেও নেই। জন্মের পর রেলস্টেশন, বাস বা লঞ্চ টার্মিনাল অথবা জনবহুল রাস্তার পাশেই ঠাঁই হয়েছে ওদের।
…