আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ০৪:৪৪ পিএম
‘হোয়াইট হাউসে যেতে চায় ইরান’— ট্রাম্পের দাবিকে নাকচ করল তেহরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াইট হাউসে আলোচনার জন্য তেহরান আগ্রহ দেখিয়েছে— ট্রাম্পের এমন দাবি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’।
বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ইরান যদি দুই সপ্তাহ আগে আলোচনায় বসত, তাহলে এত মৃত্যু ও ধ্বংস হতো না। এখন তারা হোয়াইট হাউসে এসে আলোচনা করতে চায়।” ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনো চাপিয়ে দেওয়া আলোচনায় অংশ নেবে না।
তেহরান আরও জানিয়েছে, তারা কখনো হোয়াইট হাউসে আলোচনার জন্য যাওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। এর পাশাপাশি ইরান দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ওমানে প্রতিনিধিদল পাঠিয়েছে— আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকেও ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে ইরান।
এর আগে মঙ্গলবার (১৭ জুন) ট্রাম্প এক বক্তব্যে বলেন, “আমরা জানি ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, কিন্তু আপাতত তার ক্ষতি করতে চাই না।” এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে বলা হয়, “মিথ্যার চেয়েও বেশি ঘৃণিত হলো ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে ট্রাম্পের কাপুরুষোচিত হুমকি।”
ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা কখনো চাপ ও হুমকির মুখে নতি স্বীকার করবে না। দেশটির বিবৃতিতে বলা হয়, “তেহরান হুমকির জবাবে হুমকি এবং যে কোনো পদক্ষেপের পাল্টা জবাব দিতে প্রস্তুত।”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। সামরিক উত্তেজনা আর কূটনৈতিক বক্তব্য পাল্টাপাল্টির এ পর্বে আগামী দিনে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
ভোরের আকাশ//হ.র