জোড়া সেঞ্চুরিতে খাজার রাজসিক প্রত্যাবর্তন
প্রায় আড়াই বছর দলে ছিলেন না উসমান খাজা। ফিরলেন যখন তখন প্রজার মতো নয়, রাজার মতো করেই বোলারদের ওপর ছড়ি ঘোরালেন। সিডনি টেস্টে উভয় ইনিংসে তার নামের পাশে সেঞ্চুরির কৃতিত্ব যোগ হয়েছে। আর তাতেই ইংল্যান্ডের সামনে কঠিন…