প্রাইজমানি দিয়ে বাড়ি সংস্কার করবেন কালিনিনা
উইম্বলডনে কেউ এসেছেন শিরোপা জিততে, কারো এবারের মিশন হয়তো শুধুই অভিজ্ঞতা অর্জনের। তবে ইউক্রেনের আনহেলিনা কালিনিনার জন্য উপলক্ষ্যটা কোনো অর্জন বা অভিজ্ঞতার চেয়েও বেশি কিছুর, উইম্বলডনে তার অংশগ্রহণের মূলে রয়েছে…