গত কয়েক বছর ধরে দুর্দান্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা ফুটবল দল। ২০১৮ সালের রাশিয়া বিশ^কাপে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পরই ঘুরে দাঁড়ানোর শুরু আলবিসেলেস্তেদের। এরপর ২০১৯ সালের কোপা আমেরিকায় সেমিফাইনাল থেকে বিদায়…
ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা আসলে সবার আগে মনে আসে ২০১৮ সালের কথা। সে সফরে দুঃসহ সব অভিজ্ঞতা হজম করতে হয়েছিল বাংলাদেশকে। স্বাগতিকদের দাপটে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছয়টা দিনও স্থায়ী হতে পারেনি। এবারের সফরে সেউ স্মৃতি…
প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেও জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঠিকই তারা ঘুরে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়াকে হতবুদ্ধি করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা ২৬ রানে জয় পেয়েছে। ৯ উইকেটে শ্রীলঙ্কার করা ২২০ রানের…
লিগ মৌসুম শেষ হওয়ার পর জাতীয় দলের হয়ে দারুণ দুটি অ্যাসাইনমেন্ট শেষ করেছেন লিওনেল মেসি। এরপর দুর্দান্ত একটি ছুটিও কাটালেন নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওয়। অবশেষে সেই ছুটিও শেষ হয়ে এলো। এবার শুরু হবে নতুন…
চূড়ান্ত হয়ে গেছে কাতার বিশ^কাপের ৩২ দল, নির্ধারিত হয়ে গেছে পূর্ণাঙ্গ সূচি। মাঠের লড়াই শুরুর এখনো বাকি প্রায় ৫ মাস। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে মাঠের বাইরের নানান লড়াই। ফাইনালে উঠতে প্রিয় দলের সামনে পড়বে কোন কোন…
মাত্র কয়েকদিন আগে দলকে এনে দিয়েছেন ঘরোয়া লিগ শিরোপা। তারপরও রক্ষা হলো না মউরিসিও পচেত্তিনোর। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। প্যারিস সেন্ত জার্মেই তথা পিএসজির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলো এই আর্জেন্টাইন কোচের।