ঐতিহ্যের লড়াইয়ে জয়ী আবাহনী
ফুটবলে একসময় জমতো আবাহনী ও মোহামেডানের লড়াই। এখন সেসব দিন দূর অতীতের গল্প। তারপরও দল দুটি যখন মুখোমুখি হয়, কিছুটা হলেও ছড়ায় বাড়তি রোমাঞ্চ। ভক্তদের মন কিছুটা হলেও আনচান করে। ফুটবেলর বাইরে সেটা ক্রিকেটেও।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট…