অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৯:২৪ এএম
ইভ্যালির সাইট হ্যাকড, চুরি ৮ লাখ গ্রাহকের তথ্য
বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি সাইবার হামলার শিকার হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে সেখানে “Hacked, I have all customer data, Evaly please contact 00watch@proton.me” — এই বার্তাটি দৃশ্যমান হচ্ছে।
সাইবার হামলার পর ডার্ক ওয়েবে একটি পোস্টে হ্যাকাররা দাবি করেছে, তারা ইভ্যালির সার্ভার থেকে প্রায় ৮ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। এই ডেটার বিনিময়ে হ্যাকাররা ৫০০ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে। দাবি পূরণ না হলে তথ্যগুলো পাবলিকলি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছে তারা।
হ্যাকারদের দাবিকৃত ডেটার মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর, অর্ডার সম্পর্কিত তথ্য এবং মার্চেন্টদের তথ্য।
এই ঘটনায় এখন পর্যন্ত ইভ্যালির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
সাইবার সুরক্ষা বিষয়ক নিউজ পোর্টাল ‘ইনফোসেক বুলেটিন’ জানিয়েছে, ইভ্যালির গ্রাহকদের এই পরিস্থিতিতে ফিশিং অ্যাটাক, প্রতারণামূলক বার্তা ও অন্যান্য সাইবার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেসব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তা দ্রুত পরিবর্তন করার পরামর্শ দিয়েছে তারা।
এই ঘটনার ফলে ই-কমার্স গ্রাহকদের তথ্য সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, বিশেষ করে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
ভোরের আকাশ//হ.র