ইউক্রেনে চলমান সংকট নিঃসন্দেহে বড় আকার ধারণ করেছে। তবে এ সংকটে সামনে বড় আকারের কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, নেই বললেই চলে। এ সংকট মূলত দীর্ঘদিন ধরে চলে আসা প্রশ্নগুলোকে নতুন করে সামনে এনেছে।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিগত সময়ের সমস্যাগুলো শেষ পর্যন্ত কোন পরিস্থিতিতে কতদূর গড়ায়, সেটা দেখতে এখনো কিছুটা সময় লাগবে। দুই দেশের মধ্যকার চুক্তির শর্তগুলোও কতটা মানা হবে, সেটাও একটা বড় বিষয়। আরেকটা গুরত্বপূর্ণ বিষয় হলো, ন্যাটোর সদস্য হিসেবে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়ে কি সিদ্ধান্ত আসবে, তা-ও দেখতে হবে।
চলমান সংকটে ইউক্রেনের মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সামনেও হবে। তবে সামনে এ যুদ্ধ বড় আকার ধারণ করবে না বলেই মনে করি এবং এশিয়া বা উপামহাদেশের জন্য এ সংকট এখনো মাথাব্যথার ততটা কারণ হয়ে ওঠেনি বলে আমার কাছে মনে হচ্ছে।
মন্তব্য