সাংবাদিক তৌফিক মারুফের মায়ের মৃত্যুতে বিএইচআরএফ’র শোক

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক তৌফিক মারুফের মায়ের মৃত্যুতে বিএইচআরএফ’র শোক

বাংলাদেশে হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সভাপতি ও ডেইলি টাইমস অব বাংলাদেশের সাবেক নির্বাহী সম্পাদক তৌফিক মারুফের মা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

তৌফিক মারুফের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএইচআরএফ এর সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

 

বুধবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তাওছিয়া তাজমিম স্বাক্ষরিত এক শোক বার্তায় ফোরামের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

জাহানারা বেগম মঙ্গলবার (১৪ মার্চ, ২০২৩) রাত ১২টায় বরিশাল নগরীর কাউনিয়াস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

 

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের মানিক মিয়া স্কুল প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে বরিশাল মুসলিম স্বামী ও বড় সন্তানরে পাশে তার দাফন সম্পন্ন হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য