জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দেশকে গভীর সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছে গণফোরাম।
বৃহস্পতিবার ২৭ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেছে দলটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণফোরাম নির্বাহী পরিষদের সভা আজ বিকাল ৫ টায় গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে অবৈধ সংসদে একক সিদ্ধান্তে পাস হওয়া আইন দেশকে গভীর সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। অবৈধভাবে ক্ষমতা দখল করাকে স্বীকৃতি দেওয়ার জন্য যত কলাকৌশলেরই আশ্রয় নিন না কেন জনগণ তা পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে।
‘নির্বাচন পদ্ধতি স্বচ্ছ করতে নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই। তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে সব গণতন্ত্রমনা রাজনৈতিক দল নিয়ে গ্রান্ড কনভেনশনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের সরকার গড়ার জন্য জনগণের ঐক্য গড়ে তুলবে গণফোরাম।’
নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘ইনডেমনিটি প্রমাণ করে আপনারা অবৈধভাবে করা নির্বাচন কমিশন ও নির্বাচনকে জায়েজ করার নোংরা খেলায় ন্যাস্ত, যা সবসময়ই জনগণের অধিকার আদায়ের পরিপন্থী।’
সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘এদের একটি কাজ দেখান যে, তারা বৈধতার সহিত দুটো নির্বাচন করেছে!!! সবকিছু একক সিদ্ধান্তে জোর করে জনগণের ওপর চাপিয়ে দিয়ে ভোটাধিকার হরণ করেছে। সবকিছু সাজিয়ে মিথ্যাচার করে। এ দেশের জনগণ এই মিথ্যাচার সম্মন্ধে ওয়াকিবহাল।’
সভায় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মোহসীন রশিদ ও অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
মন্তব্য