-->
ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন রোববার

‘এবার উড়ে এসে জুড়ে বসার সুযোগ নেই’

ঢাবি প্রতিনিধি
‘এবার উড়ে এসে জুড়ে বসার সুযোগ নেই’
ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল সম্মেলন ২০২২ উপলক্ষে শনিবার আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলন। ছবি- ভোরের আকাশ

আগে খারাপ ইতিহাস আছে, অভিযোগ রয়েছে, কোনো ধরনের মামলা রয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমের সঙ্গে জড়িত এবং ছাত্রত্বহীন কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল কমিটির নেতৃত্ব পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল সম্মেলন ২০২২ উপলক্ষে শনিবার (২৯ জানুয়ারি) আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে আসন্ন হল কমিটিতে নেতৃত্বের প্রক্রিয়া নিয়ে এসব তথ্য জানান তারা।

আগামীকাল রোববার টিএসসি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় হলগুলোর সম্মেলন হবে। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকার কথা আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এবি এম মোজাম্মেল হক এবং ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের।

যারা নেতৃত্বে অগ্রাধিকার পাবেন

নেতৃত্বে কারা অগ্রাধিকার পাবেন- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত বলেন, ‘যারা শিক্ষার্থীদের আপন ভাইবোন মনে করে নেতৃত্ব দিতে পারবেন, শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে রাজপথে আন্দোলন করতে পারবেন, বিভিন্ন হলের ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন করবেন, গণরুম ব্যবস্থাকে জাদুঘরে পাঠাবেন- এ রকম কর্মীবান্ধব নেতৃত্বকে অগ্রাধিকার দেব।

‘যাদের নামে কোনো ধরনের অভিযোগ রয়েছে, কোনো ধরনের মামলা রয়েছে অথবা যারা অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত তাদের অবশ্যই আমরা নেতৃত্বে আসতে দেব না।’

ঢাবি ছাত্রলীগের সভাপতি বলেন, ‘যারা সৎ, মেধাবী ও দেশমাতৃকার জন্য আপসহীন, যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, সামনে জাতীয় নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে- এই ধরনের নেতৃত্ব অগ্রাধিকার পাবে।’

প্রতিবার কমিটি দেওয়ার পরে অনুপ্রবেশকারীদের স্থান পাওয়ার অভিযোগ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

এবার এ অভিযোগের সুযোগ থাকবে কিনা- এমন প্রশ্নে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাঠামোয় জড়িত। আমরা ইতোমধ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নিয়েছি। সেগুলো যাচাই-বাছাই করছি।

‘তবু কারো যদি অভিযোগ থাকে যেটি সাংগঠনিক ফোরামে আলোচনা করার মতো বিষয় হয়, তা যেন আমাদের অবহিত করা হয়। তা বিবেচনায় নেওয়া হবে। আমরা বিশুদ্ধতম নেতৃত্ব উঠিয়ে আনার চেষ্টা করছি। আগে যে কাদা ছোড়াছুড়ি, অভিযোগের ঘটনা ঘটেছে, তা ঘটবে না।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, আমাদের সংগঠনের গতিময়তার ফলে এবার সেটি এড়াতে পারব। বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প যারা বাস্তবায়ন করবে, সংগঠনকে যারা ধারণ করবে তারাই স্থান পাবে। এখানে উড়ে এসে জুড়ে বসার সুযোগ নেই।’

হল কমিটি কবে হতে পারে এই প্রশ্নে সনজিত চন্দ্র দাস বলেন, ‘এ বিষয়ে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের যারা দায়িত্ব প্রাপ্ত আছেন তারা যখনই নির্দেশনা দেবেন, আমরা তখনি প্রস্তুত আছি।’

মন্তব্য

Beta version