-->

সিপিবি’র তৃণমূলের ভিত্তি সুদৃঢ় করার তাগিদ দিলেন নেতারা

নিজস্ব প্রতিবেদক
সিপিবি’র তৃণমূলের ভিত্তি সুদৃঢ় করার তাগিদ দিলেন নেতারা

কমিউনিস্ট পার্টি বাংলাদেশ(সিপিবি)’র চারদিনব্যাপী শুরু হওয়া দ্বাদশ কংগ্রেসের দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশন ঢাকার কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) কংগ্রেসের সকাল ১০টায় চতুর্থ অধিবেশন শুরু হয়। জেলা সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত ৪৮৭ জন প্রতিনিধি এবং ৬ জন পর্যবেক্ষক কংগ্রেসে যোগ দেন।

দিনভর পার্টির বিভির্নন পর্বের আলোচনা নেতারা তৃণমূলে পার্টির ভিত্তি সুদৃঢ় করার তাগিদ দেন। তারা বলেন, মাঠ পর্যায়ে দল গোছাতে না পারলে জনমত বাড়বে না।

অধিবেশনে ৭ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচিত করা হয়, যারা কংগ্রেসের সকল কার্যক্রম পরিচালনা করবেন। নির্বাচিত সদস্যরা হলেন, মুজাহিদুল ইসলাম সেলিম (কেন্দ্রীয় কমিটি), অধ্যাপক এম এম আকাশ (কেন্দ্রীয় কমিটি), অ্যাড. এমদাদুল হক মিল্লাত (কেন্দ্রীয় কমিটি), খন্দকার লুৎফর রহমান (মৌলভীবাজার), জিন্নাতুল ইসলাম জিন্নাহ (বগুড়া), মোহাম্মদ জাহাঙ্গীর (চট্টগ্রাম), সুব্রতা রায় (কুড়িগ্রাম)।

অধিবেশনে ৮ সদস্যের অডিট কমিটি নির্বাচিত করা হয়েছে। এই কমিটি গত পাঁচ বছরের সমুদয় আর্থিক হিসাব-নিকাশ নিরীক্ষা করে কংগ্রেসে রিপোর্ট উত্থাপন করবে। ১০ সদস্যের প্রস্তাবিত বাছাই কমিটি এবং ৯ সদস্যের ক্রেডেনসিয়াল কমিটি নির্বাচিত করা হয়েছে। এসময় আলোচ্যসূচি, অনুষ্ঠানসূচি, কার্যপদ্ধতি উত্থাপন ও অনুমোদন করা হয়।

অধিবেশনে মোহাম্মদ শাহ আলম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফি রতনকে কংগ্রেসের মুখপাত্র হিসেবে নির্বাচিত করা হয়েছে। পার্টির রীতি অনুযায়ী মুখপাত্রগণ কংগ্রেসের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যম ও দেশবাসীকে অবগত করার দায়িত্ব পালন করবেন।

পঞ্চম অধিবেশন পর্যন্ত ৬০ জনের বেশি প্রতিনিধি কেন্দ্রীয় কমিটির রিপোর্টের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন। আলোচনা করতে গিয়ে প্রতিনিধিরা তৃণমূলে পার্টির ভিত্তি সুদৃঢ় করার তাগিদ দেন। পার্টির অভ্যন্তরে মার্কসবাদবিরোধী প্রবণতা রোধে গুরুত্বারোপ করতে বলেন।

আজ সকাল ১০টায় কংগ্রেসের তৃতীয় দিনে অষ্টম অধিবেশনের কার্যক্রম শুরু হবে। রাজনৈতিক প্রস্তাব উত্থাপন, প্রতিনিধিদের আলোচনা ও অনুমোদন, ঘোষণা-কর্মসূচি দলিলের সংশোধনী, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবসমূহের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। একইসাথে বিভিন্ন বিষয়ে প্রস্তাব উত্থাপন ও অনুমোদন করা হবে। শনিবার কংগ্রেসের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

মন্তব্য

Beta version