-->

বিতর্কের মুখে ঢাবির এসএম হল কমিটি স্থগিত করল ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
বিতর্কের মুখে ঢাবির এসএম হল কমিটি স্থগিত করল ছাত্রদল

বিতর্কের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আংশিক কমিটি স্থগিত করেছে ছাত্রদল। সোমবার (২৮ফেব্রুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে

জানানো হয় ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সদ্য ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীন সলিমুল্লাহ মুসলিম

হল শাখার আংশিক কমিটি স্থগিত করা হলো। এর আগে, গত বৃহস্পতিবার ঢাবি ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্যসচিব আমান উল্লাহ আমান স্বাক্ষরিত

এক বিজ্ঞপ্তিতে মো. আব্দুর রহিম রনিকে সভাপতি ও মো. তরিকুল ইসলাম তারিককে সাধারণ সম্পাদক করে এসএম হল শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

যোগ্য প্রার্থীদের বিবেচনা না করে নিজেদের পছন্দের প্রার্থীকে পদ দেয়ার অভিযোগ ওঠে ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সাত নেতার বিরুদ্ধে।

সদ্য স্থগিত কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের বিরুদ্ধে হলে থাকাকালীন ছাত্রলীগের হয়ে ছাত্রদল নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ করেছেন একই হল শাখা ছাত্রদলের

যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন। হলে থাকার সময়ে ছাত্রদল করার অভিযোগে ইলিয়াসকে ছাত্রলীগের হয়ে নির্যাতন করেন তরিকুল।

এসবের প্রেক্ষিতে বিতর্কের সৃষ্টি হয়। এ কারণে কমিটি স্থগিত করা হয়েছে।

মন্তব্য

Beta version