-->

ড. কামাল হোসেনের গণফোরামের সম্মেলন ১২ মার্চ

নিজস্ব প্রতিবেদক
ড. কামাল হোসেনের গণফোরামের সম্মেলন ১২ মার্চ
গণফোরামের লোগো

‘গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার’ দাবিতে আগামী ১২ মার্চ হতে যাচ্ছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের জাতীয় সম্মেলন। এদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

১৯৯৩ সালে যাত্রা শুরুর পর ২০২১ সালে প্রথম ভাঙনের মুখে পড়ে ড. কামাল হোসেনের দল। এর আগে ২০১৯ সালে গণফোরামের কাউন্সিলের পর ৫ মে দলের সভাপতি ড. কামাল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদকের পদে বসান।

এরপর সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীনসহ দলের কিছু জ্যেষ্ঠ নেতার সঙ্গে রেজা কিবরিয়ার দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে দলে দুটি ভাগ হয়ে পাল্টাপাল্টি বহিষ্কার চলে। বিরোধী পক্ষের নেতৃত্ব দেন মোহসীন। এই প্রেক্ষাপটে গত বছরের ফেব্রুয়ারিতে রেজা কিবরিয়ার পদত্যাগের পর দুই অংশের এক হওয়ার কথাও শোনা যায়। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

২০২১ সালের ৩ ডিসেম্বর গণফোরাম আনুষ্ঠানিকভাবে দুই ধারায় বিভক্ত হয়। একটি ধারার নেতৃত্ব দেন মোস্তাফা মোহসিন মন্টু ও সুব্রত চৌধুরী। অপর ধারার নেতৃত্বে রয়েছেন ড. কামাল হোসেন।

ইতোমধ্যে মন্টু-সুব্রত গ্রুপের পক্ষ থেকে সম্মেলন হয়েছে এবং দাবি করা হচ্ছে, তারাই মূল ধারা।

ড. কামাল হোসেনের ঘনিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতিতে গত দুই বছর ধরে ঘরেই আছেন কামাল হোসেন। মতিঝিলের অফিসেও বসেন না তিনি। এই প্রেক্ষাপটে দল ভাঙনের মুখে পড়লেও তিনি কিছু করতে পারেননি। এবারের একদিনের সম্মেলনে কামাল হোসেন হয়ত সভাপতিই থাকবেন। নতুন মুখ আসছে সাধারণ সম্পাদক পদে।

মন্তব্য

Beta version