গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে দ্রব্যমূল্য আমাদের শ্বাসরোধকর অবস্থায় চলে গেছে। এ অবস্থা আমার মতে, টিসিবির ট্রাকের পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি।
সোমবার (৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত 'মুক্তি কোন পথে, কতদূর? স্বাধীনতা কতটুকু সুরক্ষিত?' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুসহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে ঘোষণা দিয়ে বলছি ১ কোটি লোককে টিসিবির খাবার দেবো। এটা একটা ভুল সিদ্ধান্ত। তার চেয়ে বরং দুই কোটি পরিবারকে রেশন দেওয়ার মাধ্যমে খাবার পৌঁছে দিবো এমন বলা উচিত। পরিবর্তনের কথা এভাবে চিন্তা করতে হবে। জাতিকে ‘ভিক্ষুকের জাতি’তে পরিণত না করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তিনি বলেন, আজ বিরোধী দল একটা ন্যায্য আন্দোলন করছে। আপনিও নিশ্চয় দ্রব্যমূল্য কমাতে চান, কিন্তু, পারছেন না। এটা আপনার ব্যর্থতা। সেখানে তাদের আক্রমণ করছেন। এইটা ভুল কাজ। বিএনপির বিভিন্ন আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ এর কিছু ক্যাডার বাহিনী মিলিত ভাবে আক্রমণ করছেন। এ করে কখনো টিকে থাকা যাবে না।'
মন্তব্য