-->
শিরোনাম

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা: চুন্নু

নিজস্ব প্রতিবেদক
নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা: চুন্নু
বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে যোগদান

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। তাই আওয়ামী লীগ ও বিএনপি’র শাসনামল আর কেউ চায় না। জাতীয় পার্টি সরকারের আমলে বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল। তাই মানুষ এরশাদের স্বর্ণালী যুগ স্মরণ করে জাতীয় পার্টিতে বিভিন্ন দল থেকে প্রতিদিনই যোগ দিচ্ছেন।

বুধবার (৯ মার্চ) জাতীয় পার্টির বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন মন্ডল-এর নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাপায় যোগ দেন। ওই যোগদান অনুষ্ঠানে চুন্নু এসব কথা বলেন।

জাতীয় পার্টি ক্ষমতায় এলে যুবকদের বেকার সমস্যা নিরসনে নতুন কর্ম সংস্থানের জন্য কাজ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতায় গেলে আমরা মানুষের স্বার্থকে আগে দেখার চেষ্টা করবো।

দলের চেয়ারম্যানের উপদেষ্টা গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি এমএম নিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, শরিফুল ইসলাম সরু চৌধুরী, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, ইসারুহুল্লাহ আসিফ, মো. মোফাজ্জল হক, মো. সাগর মিয়া, মো. মিজান মিয়া, মো. জুয়েল রানা, মো. রিপন মিয়া, মো. সরোয়ার হোসেন, মো. সবুজ মিয়া, মো. লাল মিয়া প্রমুখ।

মন্তব্য

Beta version