বিএনপি রাজনীতির সূত্র জানে না বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। তিনি বলেন, 'উনারা সূত্র জানে না বলেই আজকে অংক মিলাতে পারছেন না। রাজনীতির একটা সূত্র আছে।
হটকারি করে যে মানুষদের নিয়ে আপনি রাজনীতি করবেন, সেই তাদেরকে প্রেট্রোল বোমা দিয়ে পোড়াচ্ছেন। এটা ভুল রাজনীতি, হটকারি রাজনীতির পরিণতি আজকে ভোগ করছে বিএনপি।
রবিবারা (২৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টি জেপির আয়োজিত ‘স্বাধীনতা সুবর্ণ জয়ন্তি ও ৫২তম স্বাধীনতা দিবসে সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম প্রধান প্রমূখ।
শাজাহান খান বলেন, 'বিএনপি নেতারা বলছেন তারা জাতীয় ঐক্য চায়। আমার মনে প্রশ্ন জাগে তারা কার সাথে জাতীয় ঐক্য চায়? জাতীয় ঐক্যের ভিত্তিতে কি হবে? জাতীয় ঐক্যের ভিত্তি রাজাকার আলবদর মুক্তিযোদ্ধাদের যারা হত্যা করেছে তাদের সঙ্গে? তাদের সঙ্গে ঐক্য হবে কি করে?'
তিনি আরো বলেন, 'আপনারা রাজাকার আলবদরকে নিয়ে থাকেন। ২০০৬ সালের ৪ জুন তারিখে পল্টন ময়দানে জামায়াতের মঞ্চে বসে বিএনপির নেতারা এবং তারেক রহমান বক্তৃতা করেছিলেন জামায়ত বিএনপি এক পরিবার। ওই পরিবারের সঙ্গে কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ঐক্য হয় সেইটা প্রশ্ন।
সাবেক এই নৌ মন্ত্রী বলেন, 'তারা আজকে যতই কথা বলুক না কেন নির্বাচন হতে দিবেন না। বহুবার চেষ্টা করেছে। নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও আবার আমরা দেখেছি বিগত নির্বাচনে অংশগ্রহন করলেন। সংসদে যাবেন না বলে আবার গেলেন। শপথ নিবেন না, কিন্তু নিলেন। সংসদে অবস্থান করছেন। বিএনপি জামায়াত এবং অন্যরা আপনারা যে এক সূত্রে আছেন সেইটা নিয়ে আপনারা থাকেন।'
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আজকে রাস্তায় অনেক জ্যাম ছিলো। চারপাশে এত গাড়ি, ট্রাক, লড়ি পিকাপ। কিন্তু তাতে আমি একটু বিরক্ত হই না। কারণ এগুলো প্রমাণ করে দেশে অর্থনীতির চাকা চলছে।
মন্তব্য