-->

কথা পরিস্কার, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবোই না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
কথা পরিস্কার, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবোই না: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে বিএনপি নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার আওয়ামী লীগের কার্য়নির্বাহী কমিটির সভায় নির্বাচনের বিষয়ে সরকারি দলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রোববার (৮ মে) এক সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব।

তিনি বলেন, ‘পরবর্তি নির্বাচন সম্পর্কে আমাদের কথা তো পরিস্কার যে, আওয়ামী লীগের সরকার পদত্যাগ না করলে এবং সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না।

এ নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না। নির্বাচনে তো আমরা যাবোই না শেখ হাসিনা ক্ষমতায় থাকতে।’

‘তারা নির্বাচন পরিচালনার জন্য একটি কমিশন গঠন করবে জনগণের মতামতের ভিত্তিতে এবং সেই নির্বাচন কমিশন যে নির্বাচন অনুষ্ঠান করবে সেটাই একটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ও পার্লামেন্ট গঠিত হবে।’

দলের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিরোধী দলকে সভা-সমাবেশ করার সুযোগ দেয়া হবে – এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তারা এই কথাটা বলতেই থাকে।

তারা সুন্দর সুন্দর কথা বলে, দেখলে মনে হয় যে, এদের মতো ভালো মানুষ আর নাই। আর ভেতরে ভেতরে যা করার তা করে যায়।’

 

মন্তব্য

Beta version