ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটিতে ঠাইঁ না পাওয়াই আহবায়ক কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত বিতর্কিত কমিটির বিপক্ষে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন তারা।
ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীমা আক্তার মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আলেয়া আনোয়ার আলো, সাভার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা বাশার, সাধারণ সম্পাদক প্রণতী পালমা, সাভার থানা সিনিয়র সহ-সভাপতি শাহিদা পারভীন, সহ-সভাপতি পারুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীমা আক্তার মুন্নী বলেন, বৃহস্পতিবার (১৯ মে) সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমিকে সভাপতি ও মীরানা জামান মিতুকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। অথচ আমরা যারা রাতদিন মাঠে থেকে কাজ করলাম। কমিটিতে তাদের ঠাঁই হলো না।
তিনি বলেন, ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, কখনোই মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। কমিটিতে বিতর্কিত, অপরিচিত ও হাইব্রিডদের স্থান দেয়া হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের সরাসরি নির্দেশেই এই কমিটি নির্ধারিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রত্যাখ্যান করে আহবায়ক কমিটির সদস্যরা এ কমিটি বিলুপ্তির দাবি জানান। পাশাপাশি এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য