জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
জাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল

কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল দশটার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের ফটক থেকে শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে ছাত্রদল নেতারা ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সেই সাথে হুশিয়ার করে তারা বলেন, অচিরেই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে সারা বাংলার ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়ার মাধ্যমে সমুচিত জবাব দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান রনি, সহ-সভাপতি নবীনুর রহমান নবীন , যুগ্ম সম্পাদক মোঃ ইসরাফিল চৌধুরী সোহেল, মুজিব হলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরন, ছাত্রদল নেতা মশিউর রহমান রোজেন, আল বেরুনী হলের যুগ্ম আহ্বায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, ভাসানী হলের ছাত্রনেতা মেহেদি হাসান প্রিন্স, আ.ফ.ম কামালউদ্দিন হলের ছাত্রনেতা রায়হান হোসাইন মিলটন, ছাত্রনেতা তাজুল ইসলাম, ছাত্রনেতা আব্দুল্লাহ অন্তর প্রমুখ।

মন্তব্য