-->

মেগা প্রজেক্টের নামে টাকা পাচারে বিএনপির গায়ে জ্বালা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
মেগা প্রজেক্টের নামে টাকা পাচারে
বিএনপির গায়ে জ্বালা: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- পদ্মা সেতুসহ মেগা প্রজেক্টের নামে বিদেশে টাকা পাচারে বিএনপির গায়ে জ্বা্লা করছে।

পদ্মা সেতু হওয়ায় দেশের মানুষ খুশি হলেও বিএনপি নেতাদের গায়ে জ্বালার সৃষ্টি হয়েছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৬মে) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সারাক্ষণ শুধু পদ্মা সেতু নিয়ে কথা বলছেন। পদ্মা সেতু তো কারও পৈত্রিক সম্পত্তি দিয়ে তৈরি করা হচ্ছে না।

পদ্মা সেতু এ দেশের মানুষের পকেটের টাকা দিয়ে তৈরি করা হচ্ছে। সমস্যাটা কোথায়? যেটা করতে লাগতো ১০ হাজার কোটি টাকা, সেটা তৈরি করা হচ্ছে এখন ৩০ হাজার কোটি টাকা দিয়ে।

বিএনপি মেট্রোরেল প্রকল্পের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, মিরপুর থেকে কিছুদুর পর পর স্টেশন। এতো ঘনঘন স্টেশনের প্রয়োজন নেই।

পৃথিবীর আর কোথাও দেখিনি এতো কাছাকাছি স্টেশন। এর মূলে রয়েছে অহেতুক বাজেট বাড়ানো।

এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই সংকট আমাদের বাংলাদেশের অস্তিত্বের সংকট।

আমরা যদি এটাতে জয়যুক্ত না হতে পারি- আমাদের গণতন্ত্র, অর্থনীতিসহ সব কিছু ধ্বংস হয়ে যাবে। আগামী দিনে তাদেরকে প্রতিরোধের সময় আসছে উল্লেখ করে তিনি বলেন, সামনে কঠোর আন্দোলন। এর কোনো বিকল্প নেই।

‘কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে জিয়া পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এই গ্রন্থের প্রকাশক অধ্যাপক আব্দুল কুদ্দুস।

এ সময় জিয়াউর রহমানের জীবন-কর্মের ওপর জিয়া পরিষদকে আরো গবেষণা করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস। যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্র বিজ্ঞানী এম সলিমুল্লাহ খান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক আবু জাফর খান, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক এমতাজ হোসেন, আবদুল্লাহ হিল মাসুদ বক্তব্য রাখেন।

এদিকে, বিকেলে মির্জা ফখরুল রাজধানীর শমরিতা হাসপাতালে আহত ছাত্রদলের নেতাকর্মীদের দেখতে যান। এর আগে তিনি কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ও মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে গিয়েছিলেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্ত্রাসী এমন তাণ্ডব মেনে নেয়া যায় না।

 

মন্তব্য

Beta version