বর্তমান সরকারের পতন ঘনিয়ে আসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, অতীতে সব স্বৈরাচার পতনে ছাত্রসমাজের অগ্রণী ভূমিকা ছিল। এবারো ছাত্রসমাজ জেগে উঠেছে।
তাই এই সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না।
শনিবার (২৮মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোশাররফ বলেন- ‘রাজপথ থেকেই এই সরকারকে ধাক্কা দিতে হবে। ছাত্রদল সেই ধাক্কা দেয়ার সূচনা করেছে। ছাত্রদল যে আন্দোলন শুরু করেছে তাদের সঙ্গে সবাইকে অংশগ্রহণ করতে হবে।
ঐক্যবদ্ধ আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে।’
তিনি বলেন- আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে।
এই রাজপথ থেকেই অবৈধ সরকারকে ধাক্কা দিতে হবে। আমাদের ছাত্রদল তাদের শরীরের রক্ত ঢাকার রাজপথে দিয়ে এই ধাক্কা দেওয়ার সূচনা করেছে।
আমি আশা করি যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের পাশে থেকে একই ইস্যুতে আন্দোলন করে যাবে।
আন্দোলনের বিকল্প নেই।
ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের হামলার নিন্দা জানিয়ে মোশাররফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের যেভাবে মারধর করা হয়েছে তা বিবেকবান কোনো মানুষ সহ্য করতে পারবে না।
মোশাররফ আরো বলেন, কর্মসূচি পালনে বাধা আসলে পাল্টা বাধা দিতে হবে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে।
পাল্টা আক্রমণের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব প্রমুখ।
মন্তব্য