-->

পদ্মা সেতু উদ্বোধনে বিশ্বব্যাংকসহ সব দলকে আমন্ত্রণ জানানো হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতু উদ্বোধনে বিশ্বব্যাংকসহ সব দলকে আমন্ত্রণ জানানো হবে: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

আগামী ২৫ জুন বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (৪ জুন) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের আয়োজনে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ-পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, প্রয়োজনে বিএনপি প্রধান খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে।

ওবায়দুল কাদের বলেন, আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ তুলেছিল আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে নানামুখি উদ্যোগ নেয়া হলেও বিশ্বব্যাংকের মন জয় করা সম্ভব হয়নি।

সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকেও মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল।

একজন সচিবকেও জেল খাটতে হয়েছিল। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন।

৩০হাজার কোটি টাকার বেশি অর্থায়নে সেতু নির্মাণ কাজ শেষ হতে চলেছে।

ওই অনুষ্ঠানে বিশ্বব্যাংককেও দাওয়াত দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, এ ছাড়া দেশের সব বিরোধী, ডান-বামসহ সবাই দাওয়াত পাবেন। কারণ এটি জাতীয় অনুষ্ঠান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাওয়াত পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব। এখন উনি তো সাজাপ্রাপ্ত।

বিএনপি চেয়ারপারসন হিসেবে পাওয়ার কথা। তবে আমরা নিয়ম জেনে দেব। বিরোধীরা সবাই পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে দাওয়াত পাবে।

বিএনপি নেতারাও দাওয়াত পাবেন।

অনুষ্ঠানে নির্বাচন ও বিএনপি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটা বড় দল, তারা নির্বাচনে আসুক আমরা চাই।

ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে।

এখন নির্বাচনে অংশ না নিয়ে যদি মনে করেন হত্যা-সন্ত্রাসের পথে থাকবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসবেন, তাহলে এই রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।

অনুষ্ঠানে নারী প্রশিক্ষণার্থীদের ষষ্ঠ ব্যাচে মোট ১০ জন নারী ও ১ জন তৃতীয় লিঙ্গেরসহ মোট ১১ জন প্রশিক্ষণার্থী ছিলেন।

উত্তরা, আশকোনা ও নিকেতনে অবস্থিত ব্র্যাক ড্রাইভিং স্কুলে তিন মাসের আবাসিক ও তিন মাসের শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে এবং পুলিশ ভেরিফিকেশনের পর বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রশাসন এবং সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ব্র্যাক জেন্ডার কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী, বিশ্বব্যাংক ঢাকার কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াং টেমবন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

মন্তব্য

Beta version