-->
শিরোনাম

খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণের সময় বাড়ল

ভোরের আকাশ ডেস্ক
খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণের সময় বাড়ল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণের সময় বেড়েছে। মঙ্গলবার (১৪ জুন) বেলা ২টায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখার ৭২ ঘণ্টা সময় পার হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে পর্যবেক্ষণের সময় আরও বাড়ানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ আবার বিকেলে পাঁচটার দিকে বৈঠক করবেন। গতকালও তাঁরা বৈঠকে বসেছিলেন।

গত শুক্রবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে পাঁচ দফা বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হলো।

মন্তব্য

Beta version