জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুুকু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। গণতন্ত্রের জন্য তিনি ত্যাগ স্বীকার করছেন। সরকারের রোষাণলে বিনা অপরাধে, ষড়যন্ত্রের মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না।
শুক্রবার মালিবাগ বাজার এলাকায় জামিয়া শারইয়্যাহ মাদ্রাসায় কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মিলাদ অনুষ্ঠানের আগে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময়ে মাদ্রাসার ৫ শতাধিক এতিম ছাত্রদের মাঝে দুুপুরের খাবার বিতরণ করেন যুবদল নেতারা।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, এ দেশের ধর্মপ্রাণ মানুষের অন্তরে যেমন জিয়াউর রহমান আজীবন স্থান করে নিয়েছেন, তেমনি খালেদা জিয়াও তাদের ভালোবাসায় এবং দোয়ায় অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়েছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুবদলের যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদ মর্যাদা) কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, দক্ষিণের সদস্য সচব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।
মন্তব্য