-->

আইজিপির অনুরোধ প্রত্যাখান, নয়াপল্টনে সমাবেশে অনড় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
আইজিপির অনুরোধ প্রত্যাখান, নয়াপল্টনে সমাবেশে অনড় বিএনপি

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশে নয়াপল্টনেই হবে বলে এখনো দৃঢ় অবস্থানে রয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন- নয়াপল্টনেই সমাবেশে হবে। দলের স্থায়ী কমিটির সভায়ও নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপিকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) অনুরোধ করলেও দলটির নেতারা তা প্রত্যাখান করেছেন।

 

বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করে ঘন্টাব্যাপী বৈঠক করেন।

 

বৈঠক শেষে বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, ‘‘সমাবেশে নিয়ে উনারা কথা বলেছেন। আমরা বলিনি। আমরা বলেছি এটা(সমাবেশ) পল্টনে করতে চাই। সমাবেশের স্থলের বিষয়ে আমরা দুইটা চিঠি উনাদেরকে দিয়েছি। একটা ১৩ নভেম্বর ও আরেকটা ২০ নভেম্বর। দুইটা চিঠিতে আমরা নয়া পল্টনের স্থান চেয়েছি। আমরা কোনো দ্বিতীয় স্থান চাইনি।”

 

‘‘ উনারা বলেছেন যে, আপনারা সোহরাওয়ার্দি উদ্যানে করেন, আমরা সব সহযোগিতা করবো। আমরা বলেছি এটা আমাদের আজকে বিষয় না। আমরা যে বিষয়টি নিয়ে এসেছি তার সাথে সমাবেশের স্থান নির্ধারণ সংশ্লিষ্ট না। এটা আমাদের স্থায়ী কমিটি, মহাসচিব আছেন তারা সিদ্ধান্ত দেবেন। এটা আমাদের এখতিয়ারে নেই।”

 

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত ব্যবস্থাপনা উপ-কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলন করেন মির্জা আব্বাস বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে আমাদের সর্বাত্মক প্রস্তুতি চলছে। ঢাকা বিভাগব্যাপী নেতাকর্মীরা সভা করছেন। নয়াপল্টনে এবং গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করবো। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সংঘর্ষ চাই না। আক্রমণাত্মক কিছু নয়।

 

নয়াপল্টনে অনুমতি না দেওয়া হলে কী হবে- এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ফাইনাল দেরি আছে। সময়ই বলে দেবে।

 

গত মঙ্গলবার ডিএমপি ২৬ শর্তে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়।

 

পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়, নয়া পল্টনে বিভাগীয় সমাবেশ করার জন্য তারা অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলো। সোহরাওয়ার্দি উদ্যোনে তারা চায়নি। ১০ ডিসেম্বর নয়া পল্টনের সমাবেশের ব্যবস্থা গ্রহণ করার আহবান জানিয়েছে।

 

মঙ্গলবার দলের এক অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে, জায়গায় আপনারা(সরকার) দিতে চান সেই জায়গায় আমরা কনফোর্টেবল নই-খুব পরিস্কার কথা। চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা, চতুর্দিকে যাওয়ার রাস্তা নাই। একটা মাত্র গেইট যে গেইট দিয়ে এক-দুইজন মানুষ ঢুকতে পারে, বেরুতে পারে না।”

 

‘‘ আমরা পরিস্কার করে আবার বলছি, আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন। জনগনের ভাষা বুঝতে পেরে এই নয়া পল্টনে আমাদেরকে ১০ তারিখ শান্তিপূর্ণ সমাবেশ করার সমস্ত ব্যবস্থা আপনারা গ্রহন করুন।”

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version