-->
শিরোনাম

কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না: কৃষি মন্ত্রী

শেরপুর প্রতিনিধি
কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না: কৃষি মন্ত্রী

কোন অবস্থাতেই তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন নয়। কোন আন্দোলন সংগ্রামে সরকার পতন করা যাবে না। কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ মন্তব্য করেছেন।

 

শেরপুরে জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, সরকার পতনের নাম করে ১০ ডিসেম্বর দেশে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

 

বৃহস্পতিবার শহরের শহীদ দারোগ আলী পৌরপার্কে আয়োজিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক এমপি।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত আছেন।

 

২০১৫ সালের ১৯ মে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে সদর আসনের এমপি হুইপ আতিউর রহমান আতিককে সভাপতি এবং এডভোকেট চন্দন কুমার পালকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version