-->

সাংবাদিকদের ওপর হামলা, যুবদলের তিন নেতা বহিস্কার

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের ওপর হামলা, যুবদলের তিন নেতা বহিস্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতারে মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি।

 

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

শনিবার যুবদলের দফতর সম্পাদক (সহসভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

 

বহিষ্কার হওয়া নেতারা হলেন- যুবদল পল্লবী থানার ৬নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খান।

 

বিজ্ঞতিতে বলা হয়েছে, সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদেরকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

 

এছাড়াও যুবদলের আরও চারজনকে শোকজ করা হয়েছে। এই ঘটনায় যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়নকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

আগামী সাতদিনের মধ্যে তদন্ত করে কমিটিকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।

 

শুক্রবার রাজধানী ঢাকার পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহের জন্য যাওয়া কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হয়।

 

এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version