-->
শিরোনাম

মানুষ ফেসবুকে লিখতে ভয় পায় : রুমিন

নিজস্ব প্রতিবেদক
মানুষ ফেসবুকে লিখতে ভয় পায় : রুমিন

ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে মানুষ ফেসবুকে লিখতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপি আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

 

সরকারের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না। কিন্তু দেশের মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। যথেষ্ট অত্যাচার আপনারা করেছেন। মানুষ কথা বলতে ভয় পায়।

 

মানুষ ফেসবুকে লিখতে ভয় পায়। স্ট্যাটাস শেয়ার ও লাইক-কমেন্ট করতে ভয় পায়। ডিজিটাল নিরাপত্তা আইন বানিয়েছেন আপনারা। সেদিন দূরে নয়, যেদিন এ আইনেই আপনাদের হাত বাঁধা পড়বে।’

 

বিএনপির এ নেত্রী বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত দুঃসময় অতিক্রম করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেয়া হয়েছে। তাকে রাজনীতি থেকে দূরে রাখতে এমন কোনো ষড়যন্ত্র নেই, যেটা করা হচ্ছে না।

 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না। এ সরকার সত্যি সত্যি যদি কাউকে ভয় করে, তা হচ্ছে জিয়া পরিবার। এ সরকার জানে কারো ডাকে যদি বাংলাদেশের মানুষ এক হয়, তা হচ্ছে জিয়া পরিবারের ডাক।’

 

তিনি আরো বলেন, ‘আমরা দেশে গত কয়েক মাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আপনারা দেখেছেন আমাদের কীভাবে বাধা দেয়া হয়েছে। আমাদের ১৭ কর্মী পুলিশের গুলিতে মারা গেছে।

 

পুলিশ ভাইদের বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। নিজের ভাইয়ের বুকে গুলি চালানোর আগে ১০ বার চিন্তা করেন।

 

সময় কিন্তু পাল্টাবে, আওয়ামী লীগ চিরকাল কিন্তু ক্ষমতায় থাকবে না। আপনাদের সব অপকর্মের জবাব দিতে হবে। আপনাদের সব অপকর্মের বিচার হবে।’

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version