সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যার বিচার বাংলার মাটিতে একদিন না একদিন হবেই বলে মন্তব্য করেছেন সমমনা পেশাজীবী গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।
আজ সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সংবাদপত্রের কালো দিবস পালন এবং ডিজিটাল নিরাপত্তা বাতিল, সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিত্যা মামলা প্রত্যাহার, অসহনীয় লোডশোডিং, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ। সমোবেশের আয়োজন করে সমমনা পেশাজীবী গনতান্ত্রিক জোট।
এতে সভাপতিত্ব করেন সমমনা পেশাজীবী গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।
তিনি বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যার বিচার বাংলার মাটিতে হবে। এই বিচার ঠেকানো যাবে না। আজ না হোক কাল, একদিন না একদিন এ বিচার হবেই। ১৬ জুন সংবাদপত্রের কালো দিবসের আগের দিন একজন সাংবাদিককে কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
ভোরের আকাশ/আসা
মন্তব্য