বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে যোগ দিতে দুপুর ১টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা মিছিল নয়াপল্টনে আসছেন। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিচ্ছেন। নেতাকর্মীদের দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টনে এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ সমাবেশ সঞ্চালনা করছেন।
ভোরের আকাশ/নি
মন্তব্য