-->
শিরোনাম

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে: আইনমন্ত্রী
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল জনগণের সম্পৃক্ততা হারালে তা টিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও তেমন হবে।

 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারা হত্যা করলে কোনো বিচার হবে না। দেশে এমন একটি সংস্কৃতির জন্ম দিয়েছিল বিএনপি-জামায়াত। ওই সময় তারা হত্যা করলেও কোনো বিচার হতো না।

 

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের কসবার বাদৈর ঈদগাহ মাঠে এক সভায় মন্ত্রী এসব মন্তব্য করেন।

 

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা ভয় পেতাম, আমি-আপনি হত্যার শিকার হলে আমাদের ছেলে মেয়েরা বিচার পাবে না। আমাদের পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। তার বিচার আমরা পাইনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

 

এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া, পৌর মেয়র গোলাম হাক্কানিসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version